নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৎস্য ও সমুদ্র বিজ্ঞান বিভাগের উদ্যোগে ‘জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩’ উদযাপন এবং খাঁচায় মাছ চাষের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
শনিবার ২৯ জুলাই নোয়াখালীর মুছাপুর এলাকায় সাস্টেইনেবল কোস্টাল ও মেরিন ফিসারিজ প্রজেক্টের অধীনে এটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় মৎস্য ও সমুদ্র বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রাকেব-উল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন নোয়াখালীর জেলা মৎস্য কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মানস মন্ডল ও অন্যান অতিথিবৃন্দ।
এতে অংশগ্রহণ করেন প্রজেক্ট সংলগ্ন এলাকার বিভিন্ন মৎস্য চাষীরা। এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মৎস্য ও সমুদ্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীবৃন্দ।
এবিষয়ে উক্ত প্রজেক্টটির পরিচালনার দায়িত্বে থাকা অধ্যাপক ড. মোহাম্মদ রাকেব-উল ইসলাম বলেন, দেশের ক্রমবর্ধমান জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন ও রপ্তানি আয়ে মৎস্য খাতের অবদান আজ সর্বজনস্বীকৃত।
প্রাণিজ আমিষের ৬০ শতাংশ আসে মাছ থেকে। তাছাড়া, দেশের ১৪ লাখ নারীসহ জনসংখ্যার ১২ শতাংশের বেশি অর্থাৎ প্রায় ২ কোটি মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মৎস্য খাতের ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করছে।