
উল্লাপাড়ায় ট্রাক-অটোভ্যান সংঘর্ষে নিহত
রোববার বেলা ১টার দিকে বগুড়া-পাবনা মহাসড়কে সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার নবগ্রাম এলাকায় বালুবাহী ট্রাকের সাথে অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক আব্দুল মান্নান (৩৫) ঘটনাস্থলেই নিহত হন।
আহত হন ভ্যানে থাকা অপর ৩ যাত্রী। এদেরকে উল্লাপাড়া ৩০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আব্দুল মান্নান উপজেলার রতন কাওয়াক গ্রামের মৃত শফি উদ্দিনের ছেলে। আহতদের মধ্যে গুরুতর যাত্রীর নাম জানা যায়নি। অপর দুজন হলেন উপজেলার হেমন্তবাড়ি গ্রামের আন্না খাতুন (২৬) ও শামীরা খাতুন (২৭)।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় বালুবাহী ট্রাকটি রেলওয়ে স্টেশন এলাকা থেকে উল্লাপাড়া আসছিল এবং যাত্রীবাহী অটোভ্যানটি উল্লাপাড়া থেকে নবগ্রাম যাচ্ছিল। নবগ্রাম রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
উল্লাপাড়া ৩০ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডাঃ মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটোচালক দুর্ঘটনার সময় মারা গেছেন। আহতদের মধ্যে অজ্ঞাত পি রচয়ের যাত্রীর অবস্থা সংকটাপন্ন। অপর দুই যাত্রী আশংকা মুক্ত রয়েছেন। এদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ব্যাপারে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঘাতক ট্রাকটি আটক করেছে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।