
প্রতিকী ছবি- মুক্ত প্রভাত
চাঁপাইনবাবগঞ্জে বস্তাবন্দী এক অজ্ঞাত মহিলার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘঁনাটি ঘটেছে ২৬ জুলাই বুধবার বিকালে । সদর উপজেলার ৩ নং বালিয়াডাঙ্গা ইউনিয়নের পালশা গ্রামের শহিদুলের পুকুরে বস্তাাবন্দি লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী।
পরে পুলিশ লাশ উদ্ধার করে ২৫০ শয্যা সরকারি হাসপাতালের মর্গে পাঠায়।সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি সাজ্জাদ হোসেন জানান, অজ্ঞাতনামা মৃতদেহটি ৩/৪ দিন পূর্বের বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হচ্ছে।
অজ্ঞাত মৃতদেহের পরিচয় সনাক্তসহ প্রকৃত রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।তিনি আরও জানান, ৩০/৩৫ বয়সের মৃতদেহটি স্থানীয় লোকজন দেখতে পেয়ে থানা পুলিশ কে সংবাদ দেয়। সংবাদ পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করে।
মৃতদেহের শরীরে দৃশ্যমান আঘাতের চিহ্ন নাই। এদিকে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদারের নের্তৃত্বে+ একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অজ্ঞাত মৃতদেহ সনাক্তে ডিবি পুলিশও কাজ শুর“ করেছে।এ ঘটনায় পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।