
হাকিমপুরে হিরোইন সেবনকারীদের হাতে বৃদ্ধার মৃত্যু- ছবি মুক্ত প্রভাত
দিনাজপুরের হাকিমপুর (হিলি) পৌরএলাকাধীন চুড়িপট্টি মহল্লায় বহিরাগত মাদকসেবীরা রেখা বেওয়া (৭০) নামের এক বৃদ্ধাকে নিজ বাড়ির শয়ন ঘরে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়েছে। বাড়িতে আশ্রয় দেওয়া মাদকসেবীরা হত্যাকান্ড ঘটিয়ে বৃদ্ধার স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ হাতিয়ে নিয়ে যায়। বুধবার (২৬জুলাই) রাত ৯টার দিকে এঘটনা ঘটে। নিহত রেখা বেওয়া ওই মহল্লার মৃত মুকুল হোসেনের স্ত্রী।
পরিবাবার ও এলাকাবসীর দাবি দেশের বিভিন্ন স্থান থেকে আসা হিরোইনসেবীদের ৩০/৪০ টাকার বিনিময়ে রাত্রী যাপন করতে দেওয়া হিরোইনসেবীরা মাদকের টাকা যোগাড় করতে তাকে হত্যা করে স্বর্ণালংকার ও টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
নিহতের মেয়ে রিনা বেওয়া জানান, ভাই রফিকুল চাকুরির সুবাদে ঢাকায় থাকেন মা বাড়িতে একাই থাকতেন এবং এই এলাকা মাদকপ্রবণ হওয়ায় দেশের বিভিন্ন এলাকা থেকে মাদকসেবীরা আসেন। ৩০/৪০ টাকার বিনিময়ে কোন কোন মাদকসেবীদের রাত্রী যাপন করতে দিতেন তার মা। ঘটনার দিন সন্ধ্যার সময়ও মাকে সুস্থা দেখে এসেছেন।
এরপর এক মাদকসেবনকারী বলেন তার মা কথা বলছেনা । দ্রুত গিয়ে দেখি গলায় গমছা পেঁচানো অবস্থায় চৌকিতে পড়ে আছেন। মায়ের কানে থাকা স্বর্ণের দুল ও কোমরে থাকা টাকার ব্যাগও নেই।
হাকিমপুর থানা ওসি আবু ছাঁয়েম মিয়া বলেন, খবর পেয়ে গলায় গামছা পেঁচানো অবস্থায় রেখা নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। ২জন হিরোইন সেবনকারী আগে থেকেই ওই বাড়িতে থাকতেন পরে নতুন করে আরও ৩জন সে বাড়িতে আসে তারাই এঘটনা ঘটিয়েছে। লাশের সুরতহাল প্রস্তুত করা হয়েছে। ময়না তদন্তের জন্য দিনাজপুর এমআব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।