বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা, আমীরে জামায়াত ডা: শফিকুর রহমানসহ নেতাকর্মী ও উলামায়ে কেরামের মুক্তি ও দ্রব্যমুল্য উর্ধগতি নিয়ন্ত্রণের দাবিতে আগামী ৩০ জুলাই রবিবার বিকেল ৩ টার দিকে শান্তিপূর্ণ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
বুধবার (২৬ জুলাই) সকাল ১০ টার দিকে সিরাজগঞ্জ পুলিশ সুপার বরাবর শান্তিপূর্ণ মিছিল ও বিক্ষোভ
সমাবেশের কর্মসূচি পালনে অবহিত করন ও সহযোগিতা প্রসঙ্গে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বাংলাদেশ ল ইয়ার্স কাউন্সিল সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সহ সাধারণ সম্পাদক এবং সিরাজগঞ্জ জজ কোর্টের সিনিয়র আইনজীবী এ্যাড.মাসুদুর রহমান মাসুদ জানান, আগামী ৩০ শে জুলাই স্থানীয় বাজার ষ্টেশন চত্বর হতে সিরাজগঞ্জ শহর প্রদক্ষিণ করে বাজার ষ্টেশনে সমাপ্তি হবে।
শান্তিপূর্ন মিছিল ও বিক্ষোভ সমাবেশের লক্ষ্যে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে আইনজীবী প্রতিনিধি দল সিরাজগঞ্জ পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করেছি।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমন্বয়কারী ও সিরাজগঞ্জ জজ কোর্টের সিনিয়র আইনজীবী এ্যাড. আবু তালেব আকন্দ বলেন, আমাদের দাবি ছিল কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। আমীরে জামায়াত ডা: শফিকুর রহমানসহ নেতাকর্মী ও উলামায়ে কেরামের মুক্তি ও দ্রব্যমুল্য উর্ধগতি নিয়ন্ত্রণের জন্য মিছিল ও বিক্ষোভ সমাবেশ সুশৃঙ্খলভাবে সমাপ্তির জন্য সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডলের নিকট প্রশাসনিক সহযোগিতা চেয়েছি। আমরা সুশৃঙ্খলভাবে আমাদের কর্মসূচি সমাপ্তি করবো ইনশাআল্লাহ।