
হিলিতে টিসিবি’র পণ্য বিক্রয়ের উদ্বোধন- ছবি মুক্ত প্রভাত
দিনাজপুরের হিলিতে বুধবার চলতি জুলাই মাসের ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র পণ্য বিক্রয়ের উদ্বোধন করা হয়েছে। প্রথমবারের মতো এমাসের প্যাকেজে ৫কেজি চাল এবং ২কেজি মসুর ডাল ও ২লিটার রাইচ ব্রান অয়েল দেওয়া হচ্ছে। আর এর প্যাকেজ মুল্য নির্ধারণ করা হয়েছে ৪৭০টাকা। প্রতি মাসের ন্যায় এমাসেও উপজেলার ১টি পৌরসভা ও ৩টি ইউনিয়নের মোট ১০হাজার ৫৭১জন সুবিধাভোগীরা এ সুবিধা পাবেন।
বুধবার উপজেলার হাকিমপুর (হিলি) পৌর এলাকার চারমাথা মাইক্রোবাস স্ট্যান্ডে ইউএনও অমিত রায় কর্তৃক দায়িত্ব প্রাপ্ত ট্যাগ অফিসার আরডিও (উপজেলা পল্লী উন্নয়ন অফিসার) গোলাম রাব্বানী ও হাকিমপুর (হিলি) পৌর মেয়র জামিল হোসেন চলন্ত এর উদ্বোধন করেন।
এসময় সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী টিসিবি’র আলমগীর হোসেন আলম উপস্থিত ছিলেন। প্রতি মাসের ন্যায় এমাসেও উপজেলার ১টি পৌরসভা ও ৩টি ইউনিয়নের মোট ১০হাজার ৫৭১জন সুবিধাভোগীদের মাঝে দু’জন ডিলার এই পণ্যগুলি বিক্রয় করছেন।