দিনাজপুরের হাকিমপুরে মঙ্গলবার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ৩৯টি এঁড়ে বাছুর ও ১৭০টি পরিবারের মাঝে দুটি করে ৩৪০টি বারন্ত স্ত্রী ভেরা বিতরণ করা হয়।
সমতল ভুমিতে বসবাসরত অনগ্রাসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষে সমন্বিত সুফল ভোগীদের মাঝে এগুলি বিতরণ করা হয়।
এ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে ইউএনও অমিত রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর ৬ আসনের এমপি শিবলী সাদিক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুন উর রশিদ হারুন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, হাকিমপুর (হিলি) পৌর মেয়র জামিল হোসেন চলন্ত প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ড. কাজী মাহবুবুর রহমান।