
নাটোরে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধির মৃত্যু হয়েছে।
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক মানশিক প্রতিবন্ধির (৫০) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) ভোরে নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর রেলস্টেশনের দক্ষিণ রেলসেতুর কাছে ওই দুর্ঘটনা ঘটে। নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
মাধনগর রেলস্টেশনের কর্তব্যরত মাস্টার আব্দুল হামিদ ইত্তেফাককে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বেশ কয়েকদিন ধরে ওই মানশিক প্রতিবন্ধি স্টেশনের আশপাশের এলাকায় ঘোরাঘুরি করছিলেন। মঙ্গলবার ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন ওই প্রতিবন্ধি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রেল পুলিশের সান্তাহার জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুক্তার হোসেন জানান, সকালে রেল লাইনের পাশ থেকে ওই প্রতিবন্ধির ক্ষত-বিক্ষত লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়। নিহতের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।