
পুকুরে মাছের পোনা অবমুক্ত- ছবি মুক্ত প্রভাত
‘‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের গুরুদাসপুরে জাতীয় মৎস্য সপÍাহ ২০২৩ পালিত হয়েছে।
ইউএনও শ্রাবণী রায়ের সভাপতিত্বে মঙ্গলবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ওই র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালি শেষে উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
এসময় উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন , উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ, গুরুদাসপুর থানার এসআই মাসুদ রানা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রতন চন্দ্র সাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুনর রশিদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মতিয়ার রহমান, গুরুদাসপুর ফায়ার স্টেশন অফিসার মো. শহিদুল ইসলাম, মৎস্য চাষী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।