
“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো নাটোরের বড়াইগ্রামে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার(২৫জুলাই)সকাল ১১টায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর নানা কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচির অংশ হিসেবে এক বর্ণাঢ্য মৎস্য র্যালী উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ হাবিবা খাতুন সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ বোরহানউদ্দিন মিঠু সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী, এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল হালিম, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা , উপজেলার বিভিন্ন এলাকার মৎস্যজীবী ও মৎস্যচাষী প্রমুখ।