
জাতীয় মৎস্য সপ্তাহ পালিত- ছবি মুক্ত প্রভাত
"নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় নওগাঁর বদলগাছীতে বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩।
মঙ্গলবার ২৫শে জুলাই সকাল ৯টায় বদলগাছী উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে দিনটির শুভ সূচনা করা হয়। পোনা অবমুক্ত করার পর উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের নওগাঁ- বদলগাছী সড়ক পদক্ষিন করে উপজেলা পরিষদ হল রুমে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিনের সভাপতিত্বে উপজেলা যুব উন্নয়ন অফিসার ইবনু সাব্বির রহমানের সঞ্চালনায় উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইচ চেয়ারম্যান ইমামূল আল হাসান তিতু,বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন, বদলগাছী থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান, উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহান,বদলগাছী ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জবির উদ্দিন এফএফ।আলোচনা শেষে উপজেলায় সফল মৎস্যচাষী, প্রতিষ্ঠান,ব্যক্তি ও উদ্যোক্তার মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বদলগাছী মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহম্মেদ, উপজেলা প্রকৌশলী মোখলেছার রহমান, উপজেলা পরিসংখ্যান অফিসার মাজেদুল ইসলাম উপ সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা জাহিদ হাসান,বদলগাছী উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রচারণা সম্পাদক তৌফিক মান্নান পলাশ, বন বিষয়ক সম্পাদক বাবর আলী, উপজেলা যুবলীগের সহ সভাপতি মুনিরুল ইসলাম সাজু,উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মমতাজ চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমুন হোসেন,সাধারণ সম্পাদক জাহিদ হাসান সহ উপজেলার মৎস্যজীবী,মৎসচাষীরা প্রমূখ।