নাটোরে ট্রেনে কাটা পড়ে শম্পা বেগম (৩০) নামের এক নারী নিহত হয়েছেন। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে নাটোর শহরের কালিকাপুর আমাহাটি এলাকায় বায়না কোলার ২৩২ নম্বর রেলওয়ে ব্রিজের কাছে ওই দুর্ঘটনা ঘটেছে।
নাটোর সদর থানার এসআই নরেন দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত শম্পা বেগম নওগাঁর জেলা শহরের কুমাইগাড়ি এলাকার রেজাউল করিমের স্ত্রী। প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ জানাযায়নি। নিহত নারীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি বলেন, ওই নারী নাটোর থেকে বাবার বাড়ি যাওয়ার জন্য বের হয়েছিলেন। কালিকাপুর আমা হার্টি রেলওয়ে ব্রিজের কাছে এসেছিলেন। এসময় ঢাকা থেকে নাটোরগামী একটি ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ওই নারীর কোমড় থেকে দুই পা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
পুলিশ বলছে, দুর্ঘটনা কবলিত নারীর মোবাইল ফোন থেকে স্বামী রেজাউল করিমের সাথে যোগাযোগ করে পুলিশ। স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে নাটোরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন রেজাউল করিম। বিষয়টি শান্তাহার জিআরপি থানায় জানানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হবে।