
চেক বিতরণ- মুক্ত প্রভাত
নাটোরের বড়াইগ্রামে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্দ্যোগে সরকারি বরাদ্দকৃত ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, থ্যালাসেমিয়া এবং জন্মগত হৃদরোগের রোগীদের মাঝে পঞ্চাশ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
রবিবার বেলা ১১টায় বড়াইগ্রাম উপজেলা হলরুমে চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বোরহান উদ্দিন মিঠুর সভাপতিত্বে প্রধানঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ডা. মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা সহ চেকগ্রহনকারী রোগী। এসময় উপজেলার ৩২জন রোগীর হাতে পঞ্চাশ হাজার টাকার চেক তুলে দেন প্রধান অতিথি।