
বাগমারা'য় যুবলীগের কর্মীসভা অনুষ্ঠিত
রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ হচ্ছে আওয়ামী লীগের একটা বিরাট শক্তি।
দেশের প্রতিটি নির্বাচন, দুর্যোগসহ যেকোন সংকটে যুবলীগ দক্ষতার সাথে এগিয়ে আসে। আওয়ামী লীগের পাশাপাশি যুবলীগ ঐক্যবদ্ধ থাকলে নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবে না। যুবলীগ করলেই হবে না। জাতির জনকের আদর্শকে ধারণ করতে হবে।
লালন করতে হবে। জাতির জনকের কারণে আমরা পেয়েছি স্বাধীন দেশ ও লাল সবুজের পতাকা। জাতির জনকের সেই লাল সবুজের পতাকার সম্মান ধরে রাখার দায়িত্ব সবার। যুবলীগ ঐক্যবদ্ধ থাকলে কোন অপশক্তি দেশের বুকে মাথা তুলে দাঁড়াতে পারবে না। শনিবার বাগমারা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সালেহা ইমারত মিলনায়তনে যুবলীগের কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, দীর্ঘদিন বাগমারায় যুবলীগের সম্মেলন না হওয়ায় ঐক্যবদ্ধ হতে পারছেনা নেতৃবৃন্দ। গতি হারিয়েছে সাংগঠনিক কার্যক্রমে। উপজেলা যুবলীগের সাংগঠনিক কার্যক্রমে গতি বৃদ্ধির লক্ষ্যে আগামী সেপ্টম্বর মাসের প্রথম সপ্তাহে সম্মেলনের আয়োজন করা হবে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয়ের লক্ষ্যে এই সম্মেলন অনেক গুরুত্বপূর্ণ।
দলমত নির্বিশেষে সবাইকে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। উপজেলা যুবলীগের সভাপতি আল-মামুন প্রামানিকের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীরের পরিচালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আজম সেন্টু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সহ- সভাপতি আব্দুল মতিন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, জেলা যুবলীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক সেজানুর রহমান সেজান, দপ্তর সম্পাদক মিজানুর রহমান পল্লব, কোষাধ্যক্ষ হাফিজুর রহমান, উপজেলা মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, কৃষকলীগের সভাপতি মহসীন আলী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাবু, যুবলীগ নেতা মেহেদী হাসান রানা, মাহাবুর রহমান মিঠু, মোশারফ হোসেন, সানোয়ার হোসেন, জহুরুল ইসলাম, শাহীন রেজা, নাহিদ হাসান প্রমুখ।