প্রতিকী ছবি- মুক্ত প্রভাত
চাঁপাইনবাবগঞ্জে পদ্বা নদীতে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা পৌণে ১২টাট দিকে সদর উপজেলার চরবাগডাঙা ইউনিয়ন পরিষদের মালডাঙ্গা গ্রামে আট নং বাঁধএলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হল-সোনা পট্রি গ্রামের রেহসান আলীর মেয়ে রেসমা খাতু (৬) ও কটা পাড়ার মো.গুমানির মেয়ে মোসলেমা খাতুন (১৪) শিশু দুটির আত্বীয় মজিবুর রহমান ও পুলিশ সূত্রে জানাগেছে শুক্রবার বেলা পৌনে ১৩টার দিকেচরবাগডাঙা ইউনিয়ন পরিষদের পশ্চিমে মালডাঙ্গা গ্রসৃ এলাকার আট নং বাঁধ ঘাটে পদ্মা নদীতে গোসলে যান মামাতো ফুফাতো বোন রেসমা(৬) ও মোসলেমা(১৪)।
এসময় নদীতে ডুবেই মারা যান দুই বোন। পরে স্থানীয়রা রেসমার মরদেহ উদ্ধার করে এবং রাজশাহী হতে ফায়ার সার্ভিসের একটি দল বিকাল তিনটার দিকে ঘটনাস্থল থেকে মোসলেমা খাতুন(১৪)এর লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক মাহফুজুল হক বিষয়টি নিশ্চিত করেন।