বিদেশিদের মন্তব্য সংবাদমাধ্যমে অতিপ্রচারের ফলে তারা দেশের অভ্যান্তরীণ বিষয়ে কথা বলে মজা পান। তারা নিজেদের এদেশের সম্রাট মনে করেন।
পরাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের এসব কথা বলেন। আজ শুক্রবার (২১ জুলাই) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি সিলেটের উদ্যোগে নগরের পূর্ব শাহী ঈদগাস্ত একাডেমি মিলনায়তনে সম্মাননা অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, রাষ্ট্রদূতরা পৃথিবীর আর কোনো দেশে এমন দলবেঁধে মন্তব্য করে বেড়ান না।
ভারতের পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে ৪০জন মারা গেছেন, ‘অথচ একটা দেশও এটি নিয়ে কথা বলেনি। আর আমার দেশে কী হলো সঙ্গে সঙ্গে চিৎকার। মূলত এসব দেশের অভ্যন্তরিণ বিষয়ে হস্তক্ষেপ। বাংলাদেশ দরিদ্র দেশ বলে বিদেশিরা এটা করেন।’