আগুনে পুড়ে যাওয়া ঘর-বাড়ি মেরামতের জন্য ৮ পরিবারে ঢেউটিন ও টাকার চেক বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২০ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ক্ষতিগ্রস্তদের হাতে টিন ও চেক তুলে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান ও মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার উপস্থিত ছিলেন।
ক্ষতিগ্রস্তদের মধ্যে ৮জনকে ৬ হাজার করে টাকা দুই বান্ডেল ঢেউটিন দেওয়া হয়। এছাড়া অগ্নিকাণ্ডে নিহত দুই জনকে ২০ হাজার করে এবং আহত দুইজনকে ১০ হাজার টাকার চেক দেওয়া হয়।