
আটককৃত মাদক ব্যবসায়ী-ছবি মুক্ত প্রভাত
নাটোরের গুরুদাসপুর থেকে ৬০ গ্রাম হিরোইনসহ আব্দুল করিম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর।
বুধবার (১৯জুলাই) সকাল ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাছিকাটা টোল প্লাজায় রাজশাহী হতে ময়মনসিংহ গামী যাত্রীবাহি বাস তুহিন পরিবহনে অভিযান চালিয়ে পায়ের সেন্ডেলের ভিতরে বিশেষ কায়দায় রাখা অবস্থায় ৬০ গ্রাম হিরোইনসহ করিমকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটককৃত আব্দুল করিম রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মৃত আব্দুল বারীর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোরের উপ পরিদর্শক মতিয়ার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি হিরোইনসহ একজন মাদক ব্যবসায়ী একটি যাত্রীবাহি বাসে উঠে মাদক নিয়ে যাচ্ছেন। এমন সংবাদের ভিত্তিতে কাছিকাটা টোল প্লাজা এলাকায় কৌশলে অবস্থান করি। সকাল ১০টার দিকে বাসে তল্লাশি করে তুহিন পরিবহনের যাত্রী করিমের পায়ের দুই সেন্ডেলের ভিতরে বিশেষ কৌশলে রাখা অবস্থায় ৬০গ্রাম হিরোইনসহ তাকে আটক করি।
তিনি আরোও জানান, আটককৃত আব্দুল করিমের বিরুদ্ধে গুরুদাসপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।