
খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণ- ছবি মুক্ত প্রভাত
নাটোরের বাগাতিপাড়ায় খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণের অভিযোগ পেয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা- অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসক মহোদয় এবং উপজেলা নির্বাহী অফিসার, বাগাতিপাড়া ও লালপুর মহোদয়ের সার্বিক সহায়তায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নাটোর জেলা কার্যালয় কর্তৃক আজ ১৯ জুলাই, ২০২৩ খ্রিঃ তারিখে নাটোর জেলার বাগাতিপাড়া ও লালপুর উপজেলায় একটি অভিযান পরিচালনা করা হয়।
সকাল ০৭:০০ টা হতে পরিচালিত অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় প্রশাসনিক ব্যবস্থায় বাগাতিপাড়া উপজেলার ছোট চিথলিয়া এলাকায় অবস্থিত মনায়েম গুড় ভান্ডারকে (স্বত্বাধিকারী: মনায়েম) খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণের অপরাধে ৩০হাজার, লালপুর উপজেলার মোহরকয়া বাজার এলাকায় অবস্থিত হাবিবুর গুড় ভান্ডারকে (স্বত্বাধিকারী: মো: হাবিবুর রহমান) খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণের অপরাধে ২০হাজার, লালপুর উপজেলার বালিতিতা ইসলামপুর বাজার এলাকায় অবস্থিত ভূট্ট গুড় ভান্ডারকে (স্বত্বাধিকারী: মো: ভূট্ট) খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণের অপরাধে ২০,হাজার, লালপুর উপজেলার লালপুর বাজার এলাকায় অবস্থিত মেসার্স হাসিনা বিস্কুট ফ্যাক্টরীকে (স্বত্বাধিকারী রাশেদ) পণ্যের মোড়ক ইত্যাদি যথাযথ ব্যবহার না করার অপরাধে ১৫হাজার, লালপুর বাজার এলাকায় অবস্থিত বর্ষা আইসক্রিমকে (স্বত্বাধিকারী: মো আনোয়ারুল) পণ্যের মোড়ক ইত্যাদি যথাযথ ব্যবহার না করার অপরাধে ২৫, টাকা, লালপুর উপজেলার অমৃতপাড়া বাজার এলাকায় অবস্থিত নাজমুল সুপার আইসক্রিমকে (স্বত্বাধিকারী: মো: নাজমুল ইসলাম) নকল আইসক্রিম তৈরির অপরাধে ৫০ ধারায় ৩০,হাজার টাকাসহ সর্বমোট ১,৪০,০০০/= (এক লক্ষ চল্লিশ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এর পাশাপাশি সচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হয়।
নাটোর জেলার RAB-05 এর সিপিসি-০২ ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ মেহেদী হাসান তানভীর উক্ত অভিযান পরিচালনা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।