
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- ছবি মুক্ত প্রভাত
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(নোবিপ্রবি) শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণার জন্য জীবন বৃত্তান্ত আহ্বান করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। আজ মঙ্গলবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞাপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্র সমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে বাংলাদেশ ছাত্রলীগ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি করার জন্য নতুন কমিটিগঠন করার উদ্যেগ গ্রহণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ।
উক্ত কমিটিতে পদ প্রত্যাশীদের দুই কপি জীবন বৃত্তান্ত আগামী (৭) কার্যদিবসের মধ্যে,২৩ বঙ্গবন্ধু এভিনিউতে দলীয় কার্যালয়ের দপ্তর সেলে জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হলো।
জীবন বৃত্তান্তের সাথে যে সকল সংযুক্তি প্রয়োজন হবে (প্রতি কপিতে) :
১. এক কপি পাসপোর্ট সাইজের ছবি।
২. শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র।
৩. জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
৪. জন্মসনদের ফটোকপি।
৫. সকল বোর্ড পরীক্ষার মূল সনদের ফটোকপি।
৬. সর্বশেষ পাসকৃত পরীক্ষার বৈধ সনদপত্র অথবা মার্কশিটের ফটোকপি।
৭. অন্যান্য বৃত্তিমূলক কাজের সনদ (যদি থাকে) এর ফটোকপি।
উল্লেখ্য, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(নোবিপ্রবি) সর্বশেষ পূর্ণাঙ্গ কমিটি ছিল এর আগে ২০১৭ সালের ১৮ অক্টোবর সফিকুল ইসলাম রবিনকে সভাপতি ও সাকিব মোশাররফ ধ্রুবকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেয় ছাত্রলীগের তৎকালীন সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।