
দিনাজপুরের হাকিমপুরে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের ৯শ' শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকার ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বে-সরকারী গ্রাম বিকাশ কেন্দ্র (জিবিকে) নামের একটি সংস্থার উদ্যোগে বাংলাহিলি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাহিলি সরকারী বালিকা বিদ্যালয় ও হাকিমপুর মহিলা কলেজের শিক্ষার্থীদের হাতে চারাগুলো তুলে দেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়।
এসময় সেখানে উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন, গ্রাম বিকাশ কেন্দ্রের সহকারী পরিচালক রেজাউল আহসানসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জিবিকের সহকারী পরিচালক রেজাউল আহসান জানান, প্রধানমন্ত্রীর গাছ লাগানোর নির্দেশনা অনুযায়ী আজ দেশের ১৭ টি উপজেলায় ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে এসব ফলজ চারা গাছ বিতরণ করা হচ্ছে।
হাকিমপুর ইউএনও অমিত রায় বলেন,এই গাছ লাগানোর ফলে বৈশিক তাপমাত্র রক্ষার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় অনেক ভূমিকা রাখবে।