ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি দুই দিনের পৃথক কর্মসূচি নিয়ে আজ মঙ্গলবার (১৮ জুলাই) মাঠে নামছে। একই সময়ে ঢাকায় শান্তি ও উন্নয়ন সভাযাত্রা করবে আওয়ামী লীগ।
আর বিএনপি সরকারের পদত্যাগের একদফা দাবিতে পদযাত্রা করবে। দুই পক্ষের কর্মসূচিই হবে সড়ক পথে। একারণে এই সময়ে সড়কে যানযটের আশঙ্কা করা হচ্ছে।
গত ১২ জুলাই রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করে বিএনপি। ওই সমাবেশ থেকেই সরকারের পতনের এক দফা দাবিতে ১৮ ও ১৯ জুলাই পদযাত্রা কর্মসূচি ঘোষণা করা হয়।
আওয়ামী লীগের পক্ষ থেকে ১৩ জুলাই ঘোষণা দেওয়া হয় ১৮ ও ১৯ জুলাই শান্তি ও উন্নয়ন সভাযাত্রা করার।
ঘোষিত ওই কর্মসূচি অনুযায়ী— আজ মঙ্গলবার (১৮ জুলাই) রাজধানীর গাবতলী এস এ খালেক বাস কাউন্টার এলাকা থেকে সকাল ১০ টায় পদযাত্রা শুরু করবে বিএনপি। বিএনপির এই পদযাত্রা পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড়ে (বাহাদুর শাহ পার্ক) গিয়ে শেষ হবে।
এরপর দিন (১৯ জুলাই) উত্তরার আব্দুল্লাপুর থেকে যাত্রাবাড়ী ( চৌরাস্তা) পর্যন্ত গিয়ে শেষ হবে পদযাত্রা।
এদিকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ শোভাযাত্রা শুরু করবে দুপুর তিনটায়। এটি শুরু হবে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবন পর্যন্ত।
এছাড়া আজ মঙ্গলবার (১৯ জুলাই) দেশের রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের প্রতিটি জেলায় এই শোভাযাত্রা করা হবে।
দ্বিতীয় দিনে আগামীকাল বুধবার ঢাকায় আওয়ামী লীগের শোভাযাত্রা অনুষ্ঠিত হবে তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় থেকে মহাখালী পর্যন্ত।