
শিশু ধর্ষন
নওগাঁর বদলগাছীতে ৭বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা। ঘটনা ধামাচাপা দিতে ৬০হাজার টাকায় রফাদফা করলেন আওয়ামী লীগ নেতা ফুলবর সহ স্থানীয় মন্ডল মাতবর। অভিযুক্ত রেজ্জাক হোসেন(৫৫) বদলগাছীর সাবেক ভোলা মেম্বারের ছেলে।
জানাযায়, গত ২৩/০৩/২০২৩ইং রোজ বৃহস্পতিবার দুপুর ২টায় প্রতিবেশী, সাবেক ভোলা মেম্বারের পুত্র রেজ্জাক হোসেন (৫৫) বড়ই দেওয়ার প্রলোভনে তার নিজ বাড়িতে ঘরের ভিতরে জামা খুলে ৭বছরের শিশুকে ধর্ষনের চেষ্টা করে মর্মে অভিযোগ উঠেছে। শিশুটির চিৎকারের আশেপাশের লোকজন এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে।
স্থানীয়রা বলেন, বিষয়টি তাৎক্ষনিক ধামাচাপা দেওয়ার জন্য গ্রামের আওয়ামী লীগ নেতা ফুলবর হোসেন, অবসর প্রাপ্ত সৈনিক ছাত্তার হোসেন সহ বেশ কিছু গ্রাম্য মাতবর গিয়ে গত ২৫/০৩/২০২৩ইং তারিখে গোপন ভাবে শফিকুলের বাড়িতে বসে ৬০ হাজার টাকায় ধামাচাপা সহ আপোষ করেছেন।
এবিষয়ে শিশুটির দাদা রোমজান আলীর কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন, আপোষ হয়েছে টাকা-পয়সা নিতে চাইনি তবুও কিছু। বিষয়টি জানার জন্য আওয়ামী লীগ নেতা ফুলবরের ০১৭৩৪৩০৮৩০১ মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেন না।
স্থানীয় ট্রাক্টর গাড়ির মাটি ব্যবসায়ী মোহাম্মদ আলীর কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন, শফিকুলের বাড়িতে বসে আপোষ হয়েছে আমি শেষে গিয়ে শুনেছি ৬০ হাজার টাকা নগদ ১০ হাজার টাকা।
এ ব্যপারে রাজ্জাকের স্ত্রীর আনজুয়ারার সঙ্গে কথা বললে তিনি বলেন ৫০ হাজার টাকা প্রদানের জন্য ১৫ দিন সময় দিয়েছেন ফুলবর। এ ব্যপারে স্থানীয় মেম্বার শামীম হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি ফুলবর ভাই গোপনে শফিকুলের বাড়িতে বসে ৬০ হাজার টাকায় আপোষ করেছেন শুনেছি।
এ ব্যপারে বদলগাছী থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান বলেন, এ ব্যপারে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।