মানিকগঞ্জের ঘিওরে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আমির হোসেন ওরফে মিষ্টার (৬৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে ঘিওর থানা পুলিশ।
শনিবার দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঘিওর থানার ওসি মোঃ আমিনুর রহমান। এর আগে গত মঙ্গলবার বিকেলে ঘিওর উপজেলার নালী ইউনিয়নে এঘটনা ঘটে।
আটক আমির হোসেন হরিরামপুর উপজেলার বাল্লা ইউনিয়নের ভাদিয়াখোলা গ্রামের গেন্দু মিয়ার ছেলে। সে দীর্ঘদিন যাবত নালী ইউনিয়নের উভাজানি গ্রামের জনৈক মজিবর রহমানের গরুর ফার্মে কেয়ার টেকারের চাকরি করতো।
শিশুটির বাড়ি গরুর ফার্মের পার্শ্ববর্তী। ভুক্তভোগী শিশুটি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী।
ভুক্তভোগী শিশুর অভিভাবকের উদ্ধৃতি দিয়ে ঘিওর থানার ওসি মোঃ আমিনুর রহমান বলেন, ঘটনার দিন বিকেলে শিশুটি তাদের বাড়ির পাশে উঠানে খেলা করতেছিল।
বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাকে ফার্মের ভিতরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে আমির।
পরে মেয়েটি বাড়িতে গিয়ে প্রচন্ড ব্যথায় কান্না কাটি করতে থাকে এবং তার মার কাছে ঘটনাটি খুলে বলে। পরে শিশুটিকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় একটি মহলের বিরুদ্ধে জোর তৎপরতা চালানোর অভিযোগ উঠেছে।
শিশুটির মা ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
স্থানীয় ইউপি সদস্য মোঃ হাবিবুর রহমান বলেন, আমরা ঘটনাটি শুনেছি। পরিবারটি খুবই অসহায় ও দরিদ্র। ঘটনার সাথে জড়িতদের কঠোর বিচার হওয়া দরকার ।
ওসি আমিনুর রহমান আরও বলেন , শিশু ধর্ষণেরঅভিযোগে শনিবার দুপুরে ধর্ষককে আটক করা হয়েছে। এ ব্যাপারে শিশুটির বাবা বাদী হয়ে নারী শিশু নির্যাতন দমন আইনে ঘিওর থানায় একটি মামলা দায়ের করেছে।