
হাকিমপুর (দিনাজপুর): হাকিমপুরে বৃষ্টির ভেতর সড়কে পিচডালা হয়।-ছবি মুক্ত প্রভাত
দিনাজপুরের হাকিমপুরে মুশুল ধারে বৃষ্টির সময় চলছিলো নিন্মমানের রাস্তা তৈরীর কাজ এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় (ফেসবুক) ভাইরাল হওয়ার পর ইউএনও ঘটনাস্থলে পরিদর্শন করে কাজ বন্ধ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
শুক্রবার (২৪জুলাই) উপজেলার একটি ৫শ' মিটার সড়ক নির্মাণের কাজের ভিডিও ভাইরাল হয়।
জানা গেছে, হাকিমপুর (হিলি) উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের পাইকপাড়া-বৈগ্রাম ৫শ’ মিটার কাঁচা রাস্তা পাকাকরণের কাজ নিন্মমানের সামগ্রী দিয়ে নির্মান কাজ করছিলেন ঠিকাদারের লোকজন।
এলাকাবাসী বলেন, কাজ এতোটাই নিম্নমানের হচ্ছে যে শিশুর কোমল হাতের স্পর্শেই তা উঠে যাচ্ছে! এদিকে শুক্রবার (১৪ জুলাই) সাপ্তাহিক বন্ধের দিনে নিন্মমানের নির্মাণ সামগ্রী দিয়ে এবং টানা বৃষ্টি মধ্যে পিচ ঢালাই কাজ চলছিল।
এসময় স্থানীয় একজন ব্যাক্তি নিন্মমাণের কাজের একটি ভিডিও ক্লিপ জনপ্রিয় সোশ্যাল মিডিয়ায় (ফেসবুক) ছড়িয়ে দিলে মুহূর্তের মধ্যেই সেটি ভাইরাল হয় এবং তীব্র সমালোনা ও প্রতিবাদ শুরু হয় ।
বিষয়টি হাকিমপুর ইউএনও'র নজরে এলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাজ বন্ধ করে দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন তিনি।
এবিষয়ে হাকিমপুর ইউএনও অমিত রায় জানান, বিষয়টি সোশ্যাল মিডিয়ার কল্যাণে জানতে পেরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়। এবং রাস্তাটির যে অংশে নিন্মমানের পিচ ঢালাই দেওয়া হয়েছিল তা উঠানো হয়। সেই সাথে রাস্তাটি যথাযথভাবে নির্মাণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
এবিষয়ে জানতে শনিবার (১৫জুলাই) উপজেলা প্রকৌশলী মনোয়ার হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করলে তার ব্যবহৃত নাম্বারে ফোন নাম্বারটি বন্ধ পাওয়া যায়।