
ইসলামী বিশ্ববিদ্যালয়
গুচ্ছভূক্ত ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কলা অনুষদভূক্ত চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত হবে। সেদিন বেলা ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল একাডেমিক ভবনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে ৩০ আসনের বিপরীতে আবেদন করেছেন ৫৯৯ জন ভর্তিচ্ছু। যা আসনপ্রতি দাঁড়ায় ২০ জন।
অন্যদিকে সামাজিক বিজ্ঞান অনুষদভূক্ত শারীরিক শিক্ষা বিভাগের ব্যবহারিক পরীক্ষা ১৮ ও ১৯ জুলাই সকাল ১০টায় ক্যাম্পাসের ক্রিকেট খেলার মাঠে অনুষ্ঠিত হবে। এই বিভাগটিতে ২৫টি আসনের বিপরীতে আবেদন করেছে মোট ৬৯৬ জন, যা আসনপ্রতি ২৮ জন। বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।
এদিকে পরীক্ষা শেষে ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশিত হতে পারে বলে জানিয়েছেন ‘বি’ ইউনিট সমন্বয়কারী অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।