
ইবির ক্যাম্পাসে সাপ- ছবি মুক্ত প্রভাত
ঈদের ছুটিতে ঝোপঝাড়ে ভরে গেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। একই সঙ্গে ক্যাম্পাসে বেড়েছে সাপ ও মশার উপদ্রব। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসহ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় দেখা মিলছে বিভিন্ন প্রজাতির সাপের।
ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও নিরাপত্তা কর্মীদের মধ্যে বিরাজ করছে সাপের অতঙ্ক। কর্তৃপক্ষের অবহেলা ও নিয়মিত ঝোঁপঝাড় পরিষ্কার না করায় এমন অবস্থা হয়েছে বলে দাবি আবাসিক শিক্ষক-শিক্ষার্থীদের।
বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হল ও দেশরত্ন শেখ হাসিনা হলের আশেপাশে ঝোঁপঝাড়ের পরিমাণ সবচেয়ে বেশি। এছাড়া সাদ্দাম হোসেন হলের সামনের ক্রিকেট মাঠের আশেপাশে, শহীদ জিয়াউর রহমান হলের সামনের এলাকায়, রাসেল হলের পার্শ্ববর্তী এলাকাসহ আবাসিক এলাকায় ঝোপঝাড় বেড়েছে অস্বাভাবিক হারে। ফলে চলাচলের রাস্তাসহ আবাসিক হলের বিভিন্ন কক্ষে দেখা মিলছে বিষাক্ত সাপ ৷
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হল, খালেদা জিয়া, বঙ্গবন্ধু হল পুকুর পাড়সহ বিভিন্ন স্থানে কয়েকটি সাপ মারা পড়েছে।
বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশনের অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের শিক্ষার্থী আবু সালমান বলেন, ক্যাম্পাসে সাপের উপদ্রব বাড়ার মূল কারণ হচ্ছে অতিরিক্ত ঝোপঝাড় এবং যথাসময়ে এগুলো পরিষ্কার না করা। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের উচিত যথাসময়ে ঝোপঝাড় পরিষ্কার করা এবং এসিডের সাহায্যে সাপ তাড়ানোর ব্যবস্থা করা।
এ বিষয়ে ভারপ্রাপ্ত এস্টেট প্রধান মো. সামছুল ইসলাম জোহা বলেন, ' সম্প্রতি সাপের উপদ্রবের বিষয়টা আমরা লক্ষ করেছি। ইতিমধ্যে এ বিষয়ে তথ্য ঝোঁপঝাড় পরিষ্কার করার কাজও শুরু করেছি। তবে আমাদের কিছু সরঞ্জামের সংকট থাকায় কাজ শেষ হতে কিছুটা বিলম্ব হচ্ছে। আমরা আশা করি আগামী সপ্তাহের মধ্যে ঝোঁপঝাড় পরিষ্কারের কাজ শেষ করতে পারবো ।