জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের বগালী গ্রামে ট্রেনে কাটা পড়ে সাবেক সেনা সদস্যের মৃত্যু হয়েছে।
জানাগেছে- মঙ্গলবার (১২ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ী শেরপুর সদর উপজেলার ঘুঘুরাকান্দি ইউনিয়নের চর জঙ্গলদী গ্রামের জাহাঙ্গীর আলমের ছেল্যে সানোয়ার জাহান শিমুল (২৮)।
জামালপুর জিআরপি থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আব্দুস সাত্তার এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে জামালপুর থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি বগালী এলাকা অতিক্রম করার সময় তিনি রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়েন শিমুল।
রিবারের সুত্রে জানান, শিমুল একজন মানসিক সমস্যা ভুগছিলেন। তাই চার বছর চাকরির পর তাকে সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছিল।