
ডেঙ্গু প্রতিরোধে দিনাজপুরের হাকিমপুর (হিলি) পৌর মেয়র জামিল হোসেন চলন্ত সচেতনতা মূলক লিফলেট বিতরণ ও ফগার মেশিন দ্বারা মশক নিধন কার্যক্রম শুরু করেছেন।
চলছে বর্ষা মৌসুম, এসময় সাধারণত ডেঙ্গুর প্রকোপ বাড়ে, আর এর প্রতিরোধে পৌরবাসীকে সচেতনতার লক্ষ্যে দিনাজপুরের হাকিমপুর (হিলি) পৌর মেয়র জামিল হোসেন চলন্ত দোকান ব্যবসা প্রতিষ্ঠান ও পথচারীদের মাঝে সচেতনতা মূলক পরামর্শ লিফলেট বিতরণ ও ফগার মেশিন দ্বারা মশক নিধন কার্যক্রম শুরু করেছেন।
মঙ্গলবার (১১জুলাই) সকাল ১১টায় পৌর কার্যালয় হতে হিলি স্থলবন্দরের প্রধান সড়কের ব্যবসা প্রতিষ্ঠান দোকান ও পথচারীদের মাঝে সচেতনতা মূলক পরামর্শ ও লিফলেট বিতরণ এবং পৌর এলাকার ড্রেন ও ঝোপ জঙ্গলে ফগার মেশিন (ধোঁয়া যন্ত্র) দ্বারা মশক নিধনের কার্যক্রমের উদ্বোধন করেন।
মেয়র চলন্ত বলেন, দেশে এই সময় ডেঙ্গুর প্রভাব বিস্তার করে। হাকিমপপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সেও দুইজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। যদিও তারা ঢাকা থেকে এসেছে (নিজ বাড়িতে)। আমরা প্রতি বছরে ডেঙ্গু প্রতিরোধে বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করি, এর মধ্যে আজকে হাকিমপুর (হিলি) পৌরসভা থেকে লিফলেট বিতরণের মাধ্যমে জনগণকে সচেতন করার চেষ্টা করছি।
এবং আমরা মনে করছি শুধুমাত্র এ লিফলেট বিতরনের মধ্যদিয়ে জনগণ সচেতন হবেনা। এর সাথে মাইকিং করছি,ফগার মেশিন দ্বারা মশক নিধনের চেষ্টা করছি। সাধারণ জনগণকে বারবার বলছি বাসা অফিস কোথাও পানি যেন এক-দুই দিনের বেশি জমে না থাকে।
শুদ্ধাচার অভিযান নিজ বাড়ি থেকেই করতে হবে, এটি আমরা জনগণকে বুঝানোর ষ্টো করছি। আমরা মনে করছি এই প্রচারপ্রচারণা মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সকলে কাজ করবো ডেঙ্গু মুক্ত রাখার চেষ্ট করবো। এসময় প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম লিটন, পৌরসভার সকল পুরুষ এবং মহিলা কাউন্সিলর ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।