এমপি রেবেকা মমিন মারা গেছেন। তিনি নেত্রকোনা-৪ ( মোহনগঞ্জ-মদন-খালিয়াজুড়ি) আসনের সংসদ সদস্য ছিলেন।
রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তিনি মারা যান। রেবেকা মমিন ওই আসনের আওয়ামী লীগ থেকে টানা তিনবার এমপি নির্বাচিত হন।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মদন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছ।
আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও খাদ্যমন্ত্রী প্রয়াত আব্দুল মমিনের সহধমির্ধী রেবেকা মমিন। তিনি ষাটের দশকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন।
তিনি প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ হিসেবেও পরিচিত ছিলেন। আজ মঙ্গলবার (১১ জুলাই) সন্ধ্যা ৬ টায় মোহনগঞ্জে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।