মানিকগঞ্জ: একসাথে জন্ম নেওয়া চার শিশু।-ছবি মুক্ত প্রভাত
মানিকগঞ্জে একসাথে চার সন্তানের জন্ম দিলেন এক গৃহবধূ। সোমবার সকাল সাড়ে ছয়টায় সিজারিয়ানের মাধ্যমে মানিকগঞ্জের মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে এই চার শিশুর জন্ম হয়।
এদের মধ্যে দুজন মেয়ে এবং দুজন ছেলে শিশু। একসঙ্গে চার নতুন অতিথি আসায় পরিবার ও স্বজনদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।
প্রসূতি রুমানা ইসলামসহ (২০) দুই সন্তান সুস্থ রয়েছে। তবে অপর দুই সন্তানের শ্বাসকষ্ট থাকলেও শঙ্কামুক্ত বলে জানিয়েছেন হাসপাতালের উপ-পরিচালক ও শিশু বিশেষজ্ঞ ডাক্তার এস এম মনিরুজ্জামান।
প্রসূতির স্বজনরা জানান, ২০২১ সালের ১৫ মে শিবালয় উপজেলার শিমুলিয়া ইউনিয়নের ধানধারা গ্রামের শেখ সালামের ছেলে শেখ নয়ন শেখের সঙ্গে একই ইউনিয়নের হাপানিয়া গ্রামের বাবুল বিশ্বাসের মেয়ে রোমানার বিয়ে হয়।
গত রোববার রাত আটটার দিকে রোমানার প্রসব-ব্যথা দেখা দেয়। এর পর রাত ১০টার দিকে রোমানাকে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্বজনেরা। আজ সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে অস্ত্রোপচারের মাধ্যমে প্রসূতির চার সন্তান জন্ম হয়।
নবজাতকদের বাবা শেখ নয়ন কৃষিকাজ করেন। তিনি বলেন, সম্প্রতি মানিকগঞ্জের একটি ড্রায়গনিস্ট সেন্টারে আলট্রাসনোগ্রাম করে জানতে পারি আমার স্ত্রীর গর্ভে তিন সন্তান রয়েছে। শুরু থেকেই আমার স্ত্রী মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী বিভাগের প্রধান ডাক্তার হাসিনা বানুর তত্ত্বাবধানে চিকিৎসা নিয়ে আসছিল ।
সর্বশেষ এই হাসপাতালে আলট্রাসনোগ্রাম করার পর তিনজন নয় আমার স্ত্রীর গর্ভে চার সন্তান রয়েছে বলে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানিয়ে দেন। আল্লাহর অশেষ রহমতে আমার চার সন্তান এবং স্ত্রী ভালো আছে।
মানিকগঞ্জ: একসাথে জন্ম নেওয়া চার শিশু হাসপাতালে।-ছবি মুক্ত প্রভাত
তিনি আরো বলেন, আগে থেকেই ইচ্ছে ছিল ছেলে হলে নাম রাখবো নুর। দুই ছেলে হওয়ায় নাম রেখেছি নূর এবং মনি। আর মেয়ে দুজনের নাম রাখবেন আমার স্ত্রী। দেশবাসীর কাছে সন্তানদের জন্য দোয়া চেয়েছেন এই দম্পতি।
মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে উপপরিচালক ও শিশু বিশেষজ্ঞ ডাক্তার এস এম মনিরুজ্জামান বলেন, আমাদের হাসপাতালে এই প্রথম সিজারিয়ানের মাধ্যমে একসাথে চার শিশুর জন্ম নিয়েছে। এতে আমরা সবাই খুশি। চার সন্তানের মধ্যে এক ছেলে সন্তান পুরোপুরি সুস্থ থাকায় তার অক্সিজেন প্রয়োজন হচ্ছে না ।
বাকি জনের অক্সিজেনের প্রয়োজন হওয়ায় তাদের শিশুদের নিবিড় পর্যবেক্ষণের জন্য নবজাতক বিশেষ পরিচর্যা কেন্দ্রে (স্ক্যানো) রাখা হয়েছে। তবে তিনজনই অক্সিজেন পাচ্ছে। তিন থেকে চার দিন তাদের পর্যবেক্ষণে রাখা হবে। রেসিডেন্ট সার্জন ডাক্তার মাহবুবাসহ একটি টিম সিজারিয়ান কাজে নিয়োজিত ছিলেন।
মানিকগঞ্জ: একসাথে জন্ম নেওয়া চার শিশু হাসপাতালে।-ছবি মুক্ত প্রভাত
একসঙ্গে চার নতুন অতিথি আসায় পরিবার ও স্বজনদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা গেছে। নবজাতকদের দাদা শেখ সালাম, দাদি নাজমা বেগম, নানা বাবুল বিশ্বাস, নানী নাজমা খাতুন, ফুফু মুন্নী আক্তারসহ স্বজনেরা হাসপাতালে ছুটে এসেছেন। তাঁরা নতুন অতিথিদের দেখতে অধীর আগ্রহে গাইনী ওয়ার্ডে ভিড় করেছেন।
নবজাতক সন্তানদের এবং প্রসূতি স্ত্রীর চিকিৎসায় ওষুধপত্র যোগান দিতে বাবা শেখ নয়ন ব্যস্ততায় রয়েছেন। ব্যস্ততার মাঝেও তাঁর মধ্যে আনন্দে উৎফুল্লতা