
মানিকগঞ্জে কনস্টেবলকে ছুরিকাঘাত- ছবি মুক্ত প্রভাত
রাত সোয়া ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহন থামিয়ে ডাকাতি করছিল ৬-৭ জনের একটি ডাকাত দল। ঢাকা-আরিচা মহাসড়কে ডাকাতি করে পালানোর সময় গণধোলাইয়ের শিকার হয়ে লাভলু মিয়া (৩৪) নামে এক ডাকাতের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন এক পুলিশ কনস্টেবল।
শনিবার (৯ জুলাই) দিবাগত রাত আনুমানিক সোয়া ২টার দিকে মানিকগঞ্জের মেঘশিমুল এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার।
আহত পুলিশ কনস্টেবলের নাম রাকিব হাসান। তিনি মানিকগঞ্জ সদর থানায় কর্মরত। নিহত ডাকাত লাভলু মিয়া টাঙ্গাইলের বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাত সোয়া ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহন থামিয়ে ডাকাতি করছিল ৬-৭ জনের একটি ডাকাত দল। ডাকাতির শিকার হওয়া লোকজন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।
পুলিশ ঘটনাস্থলে এসে ডাকাতদের ধাওয়া দেয়। একপর্যায়ে ধাওয়া দেওয়র সময় পুলিশ কনস্টেবল রাকিব হাসান পড়ে গেলে ছুরিকাঘাত করে ডাকাতদলের সদস্য লাভলু মিয়া।
তখন এলাকাবাসী ও যানবাহনের আরোহীরা লাভলুকে ধরে পিটুনি দেয়। আহতাবস্থায় উদ্ধার করে তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনর্চাজ (ওসি) আব্দুর রউফ বলেন, “ডাকাত ধরতে গিয়ে পুলিশ কনস্টেবল রাকিব গুরুতর আহত হয়েছেন। তাকে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।