
উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের
রোববার ঈশ্বরদী-ঢাকা রেলপথের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের পশ্চিমপাশে ট্রেনে কাটা পড়ে লিখন আলী (২৫) নামের এক যুবক মারা গেছে। লিখন উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ী গ্রামের মৃত সুজাবত আলীর ছেলে। সে রংপুর এক্সপ্রেসে কেটে মারা যায় বলে সিরাজগঞ্জ জিআরপি থানা পুলিশ জানায়।
জিআরপি থানার উপ পরিদর্শক মাজেদ আলী জানান, বেলা ২ টার দিকে লিখন উক্ত রেলপথ ধরে উল্লাপাড়া রেলওয়ে স্টেশন থেকে মোহনপুর দিকে যাচ্ছিল। এসময় পিছন থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেসের নিচে পড়ে ঘটনাস্থলেই লিখন মারা যায়। তবে লিখন কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল বলে তার পরিবারের উধ্বৃতি দিয়ে জানান এই তিনি।