
হিলি স্থলবন্দর- ছবি মুক্ত প্রভাত
ভারতে পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে আগামীকাল শনিবার (৮ জুলাই) দিনাজপুরের হিলি স্থল বন্দর দিয়ে আমদানি- রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত জানান, আগামীকাল শনিবার ভারতে পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে ভারত হিলি কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন আমদানি- রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেন এমর্মে উভয় দেশের আমদানি- রপ্তানি সংশ্লিষ্টদের পত্র প্রেরণ করেন। সে মোতাবেক আগামীকাল শনিবার আমদানি রপ্তানি বন্ধ থাকবে।
এদিকে হিলি ইমিগ্রেশন ওসি শেখ আশরাফুল ইসলাম জানান, ভারতের পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে আগামীকাল শনিবার আমদানি- রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারি যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।