
উইকেট পেয়ে হেসে উদযাপন করছেন সাকিব।
বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর ম্যাচে আগ্রাসী এক উথ্থান হলো আফগানিস্তানের। ওপেনিং জুটি থামলো ২৫৬ রানে। প্রথম উইকেট নিলেন সাকিব। সাকিবের বল লেগে খেলতে গিয়ে এলবির ফাঁদে পড়েন গুরবাজ।
ততক্ষণে গুড়বাজের নামের পাশে যুক্ত হয়েছে ১৪৬ রান। এই ম্যাচে আরো এক সেঞ্জুরিয়ান আছেন। তিনি ইব্রাহিম জাদরান। তাদের এই ভয়ঙ্কর জুটি আফগানিস্তানকে রেকর্ড ৩৩১ রানে নিয়েছে।
চট্টগ্রামের জহুর আহম্মেদ স্টেডিয়ামে আজ ছিল দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। প্রথম ওয়ানডে বৃষ্টি আইনে হেরেছে বাংলাদেশ। আজ জিতে সিরিজে ফেরার কথা টাইগারদের।
কিন্তু মাঠ রাঙালেন আফগান ব্যাটসম্যানরা। আজ অবশ্য টস হেরে ব্যাটিং পেয়েছে আফগানিস্তান। তার যোগ্য জবাবও দিয়েছেন গুরবাজরা।
ওপেনিং জুটি টেনে নিয়ে গেছেন ২৫৬ রানে। এটি তাদের সর্বোচ্চ জুটি। বাংলাদেশের বোলিংদের রিতীমতো নাজেহাল করে ছেড়েছে তারা।
অবশ্য শেষ ১৪ ওভারে ঘটেছে নাটকীয় ঘটনা। ১৪ ওভারে ৭৫ রান তুলতে আফগানিস্তানের হারিয়েছে ৯ উইকেট।