—ছবি সংগৃহিত
ঢাকা-৮ আসনের নির্বাচনী মাঠ উত্তপ্ত হয়ে উঠেছে। গত শুক্রবারের ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও হামলার শিকার হয়েছেন ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার কলেজে একটি অনুষ্ঠানে যোগ দিতে গেলে তাঁর ওপর ডিম নিক্ষেপ ও হেনেস্তার ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, হাবিবুল্লাহ বাহার কলেজে আয়োজিত একটি পিঠা উৎসবে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিতে গিয়েছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। কলেজে প্রবেশের পরপরই একদল ব্যক্তি তাঁকে লক্ষ্য করে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিতে থাকে। উত্তেজনার মুখে তিনি কর্মীদের নিয়ে একটি ভবনের বারান্দায় আশ্রয় নিলে সেখানে তাঁকে লক্ষ্য করে একের পর এক ডিম নিক্ষেপ করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক পর্যায়ে তিনি কলেজ থেকে বের হয়ে সামনের রাস্তায় বসে প্রতিবাদ জানান।
বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
এই ঘটনার জন্য সরাসরি বিএনপি এবং ওই আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী মির্জা আব্বাসকে দায়ী করেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে ফকিরেরপুল মোড়ে এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন:
"মির্জা আব্বাসের নির্দেশে ও তারেক রহমানের সম্মতিতে এই পরিকল্পিত হামলা হয়েছে। একদিকে মঞ্চে উঠে ভালো কথা বলবেন, অন্যদিকে সন্ত্রাসীদের দিয়ে বিরোধীদের দমন করবেন—আওয়ামী লীগের এই পুনর্বাসন হতে দেব না।"
নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করে বলেন, ছাত্রদলের নাম ব্যবহার করে মির্জা আব্বাসের ব্যক্তিগত বাহিনী এই হামলা চালিয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, এই ঘটনায় তাঁদের অন্তত ১২ জন কর্মী আহত হয়েছেন।
প্রশাসনের ভূমিকা
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাহাৎ খান জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিল এবং উত্তেজিত জনতাকে নিবৃত্ত করার চেষ্টা করেছে। অন্যদিকে, নির্বাচন কমিশন ও কলেজ প্রশাসনের কাছে এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছে এনসিপি। বিচার না পেলে রাজপথে ও ১২ ফেব্রুয়ারির ব্যালটে এর জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন দলটির নেতারা।
প্রেক্ষাপট
উল্লেখ্য, গত শুক্রবারও সিদ্ধেশ্বরী এলাকায় নির্বাচনী প্রচারের সময় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ময়লা পানি ও ডিম নিক্ষেপ করা হয়েছিল। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল এনসিপি এবার জামায়াতে ইসলামীসহ ১১-দলীয় জোটের হয়ে নির্বাচনে লড়ছে। ঢাকা-৮ আসনে তাঁদের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাস। তিন দিনের ব্যবধানে দুইবার হামলার ঘটনায় ওই এলাকায় নির্বাচনী সহিংসতা বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে।