—ছবি সংগৃহিত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত নিজের পেট ভরার জন্য কিংবা দলীয় কর্মীদের আখের গোছানোর জন্য রাজনীতি করে না; বরং জাতির সকল মানুষের মুক্তির জন্যই কাজ করে।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহীদ আবরার ফাহাদ ও আধিপত্যবাদ
কুষ্টিয়ার কৃতি সন্তান শহীদ আবরার ফাহাদের স্মৃতিচারণ করে জামায়াতের আমীর বলেন, “আবরার ফাহাদ আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। সে নিজেই একটি বিপ্লবের নাম। আধিপত্যবাদের বিরুদ্ধে কলম ধরায় তাকে মেধাবীদের বিদ্যাপীঠ থেকে নির্মমভাবে বিদায় করা হয়েছে।” ঘাতকদের সমালোচনা করে তিনি বলেন, যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা পশুর চেয়েও অধম ও নিকৃষ্ট। তিনি দেশের প্রতিটি যুবক-যুবতীকে একেকজন আবরার ফাহাদ হওয়ার আহ্বান জানান।
গুম ও আয়নাঘর প্রসঙ্গ
বিগত শাসন আমলের গুম ও নির্যাতনের সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, অসংখ্য মানুষকে বছরের পর বছর ‘আয়নাঘরে’ আটকে রাখা হয়েছে। অনেককে জীবিত বা মৃত ফেরত পাওয়া গেলেও ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুইজনসহ অন্তত আটজন নিখোঁজ রয়েছেন, যাদের এখনো খুঁজে পাওয়া যায়নি। তিনি বলেন, “আমি সেই মায়েদের দুয়ারে হাজির হয়েছি যারা সন্তান হারিয়েছেন; তাদের চোখে পানি নয়, রক্তের ছাপ দেখেছি।”
চাঁদাবাজি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রতিশ্রুতি
কুষ্টিয়ার চালের ট্রাক থেকে ৫ হাজার টাকা করে চাঁদা আদায়ের অভিযোগ তুলে তিনি বলেন, ব্যবসায়ী ও ট্রাক মালিকরা আজ অতিষ্ঠ। ক্ষমতায় গেলে জামায়াত তিনটি কাজ করবে: ১. যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন। ২. অসাধু সিন্ডিকেট ভেঙে চুরমার করা। ৩. চাঁদাবাজদের সুপথে ফিরিয়ে ভালো কাজে লাগানো।
নারীদের জন্য বিশেষ পরিকল্পনা
নারীদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি প্রতিশ্রুতি দেন যে, জামায়াত ক্ষমতায় গেলে বড় শহরগুলোতে নারীদের যাতায়াতের জন্য আলাদা বাস সার্ভিস চালু করবে।
প্রার্থী ঘোষণা
বক্তব্য শেষে ডা. শফিকুর রহমান কুষ্টিয়ার চারটি নির্বাচনী আসনের দলীয় প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন এবং তাদের বিজয়ী করার জন্য জনগণের সমর্থন প্রার্থনা করেন।