—ছবি সংগৃহিত
নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি পক্ষ পরিকল্পিতভাবে অপতৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
এই ষড়যন্ত্র রুখতে এবং নিজের ভোটাধিকার প্রয়োগ করতে ভোটারদের বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে নোয়াখালীর হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠে বিএনপি আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
ভোটের পাহারায় সজাগ থাকার নির্দেশ
জনসভায় ভোটারদের উদ্দেশে তারেক রহমান বলেন, “আপনারা তাহাজ্জুদ পড়ে ফজরের নামাজ ভোটকেন্দ্রে গিয়ে পড়বেন। ভোটের হিসাব কড়ায়-গণ্ডায় বুঝে নেবেন। জনগণের ভোটাধিকার রক্ষায় সবাইকে সজাগ থাকতে হবে।” তিনি সতর্ক করে বলেন, একটি পক্ষ ভোটারদের অধিকার কেড়ে নিতে নানামুখী চেষ্টা চালাচ্ছে, যা সচেতনতার মাধ্যমে নস্যাৎ করতে হবে।
হাতিয়ার নদীভাঙন রোধে বিশেষ প্রতিশ্রুতি
হাতিয়ার স্থানীয় সমস্যা নিরসনে আশ্বস্ত করে বিএনপির চেয়ারম্যান বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে নোয়াখালীর হাতিয়া উপজেলার প্রধান সমস্যা নদীভাঙন বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। টেকসই বেড়িবাঁধ ও ব্লক বাঁধ নির্মাণের মাধ্যমে নদীভাঙন রোধের পাশাপাশি এলাকার সৌন্দর্য বৃদ্ধি করা হবে।” তিনি আরও জানান, স্থানীয় জনগণের সব সমস্যা তিনি অবগত আছেন এবং তা সমাধানের পরিকল্পনা চূড়ান্ত করেছেন।
সামাজিক নিরাপত্তা ও জনকল্যাণ
নারীদের উন্নয়নের মূল স্রোতে সম্পৃক্ত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, মা ও বোনদের সুবিধার্থে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘স্বাস্থ্য কার্ড’ সহ নানা সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু করা হবে। তিনি জোর দিয়ে বলেন, “বিএনপি জনগণের দল। বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রকৃত ক্ষমতার মালিক হবে জনগণ।”
ধানের শীষে ভোট প্রার্থনা
নোয়াখালী-৬ আসনে বিএনপির প্রার্থী মো. মাহবুবের রহমান শামিমকে পরিচয় করিয়ে দিয়ে তারেক রহমান বলেন, “১২ ফেব্রুয়ারি ধানের শীষকে জয়যুক্ত করুন। আপনাদের উন্নয়নের দায়িত্ব আমরা নেব, ইনশাআল্লাহ। নির্বাচনের পর আমি নিজে আপনাদের মাঝে সশরীরে উপস্থিত হব।”
জনসভায় স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।