—ছবি সংগৃহিত
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, জামায়াতে ইসলামীর সঙ্গে আমেরিকার একটি ‘আঁতাত’ হয়েছে যা দেশের সার্বভৌমত্বের জন্য উদ্বেগের কারণ হতে পারে।
আজ শনিবার বিকেলে ঠাকুরগাঁও-১ আসনের শুকানপুখুরী ইউনিয়নে এক নির্বাচনী পথসভায় তিনি এই মন্তব্য করেন।
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন ও বিএনপির অবস্থান
মির্জা ফখরুল বলেন, "জামায়াতের সঙ্গে আমেরিকার আঁতাত হয়েছে। ফিলিস্তিনে যখন মানুষ হত্যা করা হচ্ছে, তখন এই আঁতাত দেশের শান্তি-শৃঙ্খলা ও সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর হতে পারে।" তিনি জানান, সম্প্রতি ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনের সত্যতা যাচাইয়ে বিএনপির পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ব্যাখ্যা চাওয়া হবে।
লড়াই এখন ‘অদৃশ্য শক্তি’র বিরুদ্ধে
নির্বাচনী প্রেক্ষাপট নিয়ে কথা বলতে গিয়ে মির্জা ফখরুল আক্ষেপ করে বলেন, "আগে লড়াই হতো নৌকা আর ধানের শীষের মধ্যে। সেই লড়াই ছিল অন্য রকম। কিন্তু এবারের লড়াই হচ্ছে অদৃশ্য শক্তির সঙ্গে। সামনে কারা আসছে, আমরা দেখতেই পাচ্ছি না।" এ সময় তিনি ১৯৭১ সালে জামায়াতের বিতর্কিত ভূমিকার কথা মনে করিয়ে দিয়ে বলেন, "দাঁড়িপাল্লা মার্কা নিয়ে যারা আজ ভোট চাইছে, তারা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের পক্ষে ছিল।"
তারেক রহমানের ভিশন: ফ্যামিলি, কৃষি ও স্বাস্থ্য কার্ড
বিএনপি মহাসচিব তাঁর বক্তব্যে দলের চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া প্রতিশ্রুতিগুলো তৃণমূল মানুষের কাছে তুলে ধরেন। তিনি বলেন:
ফ্যামিলি কার্ড: নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে এটি হবে মা-বোনদের কার্যকর অস্ত্র।
কৃষি কার্ড: কৃষকদের ন্যায্য পাওনা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে এই কার্ড দেওয়া হবে।
স্বাস্থ্য কার্ড: সাধারণ মানুষের জন্য সুলভ ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রতিশ্রুতি দেন তিনি।
তৃণমূলের দাবি ও গ্রামীণ উন্নয়ন
পথসভায় উপস্থিত ভোটাররা সরাসরি মঞ্চে উঠে তাদের দাবি-দাওয়া জানালে ফখরুল আশ্বস্ত করেন যে, নির্বাচিত হলে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে।