—ছবি সংগৃহিত
রাষ্ট্র সংস্কারে নিজের ‘মাস্টার প্ল্যান’ নিয়ে মুখ খুলতে শুরু করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
আজ শনিবার দুপুরে রাজধানীর গুলশানে বিচারপতি সাহাবুদ্দীন আহমদ পার্কে তরুণ রিল-মেকারদের সাথে এক উন্মুক্ত আলোচনায় তিনি জানান, ভবিষ্যতে সরকার গঠন করতে পারলে আইনশৃঙ্খলা রক্ষা এবং দুর্নীতি নিয়ন্ত্রণকে তিনি সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন।
উন্মুক্ত পরিবেশে তরুণদের সাথে আলাপ
বিএনপি আয়োজিত ‘আমার ভাবনায় বাংলাদেশ’ শীর্ষক রিল–মেকিং প্রতিযোগিতার বিজয়ী ১০ জন তরুণের সাথে কোনো আনুষ্ঠানিক মঞ্চ ছাড়াই কাঠের পাটাতনে বসে কথা বলেন তারেক রহমান। এ সময় তাঁর সাথে মেয়ে জাইমা রহমানও উপস্থিত ছিলেন। তারেক রহমান বলেন, "সবাই যেন রাস্তায় নিরাপদে থাকতে পারেন, আগে সেটি নিশ্চিত করতে হবে। আর দুর্নীতিকে যেকোনো মূল্যে ‘অ্যাড্রেস’ করতে হবে। এই দুটি বিষয় ঠিক করতে পারলে অন্য সমস্যাগুলো এমনিতেই সমাধান হয়ে যাবে।"
যানজট নিরসন ও মেট্রোরেলের বিকল্প
রাজধানীর যানজট নিরসনে তারেক রহমান আধুনিক ও ব্যয়সাশ্রয়ী পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, মেট্রোরেল অত্যন্ত ব্যয়বহুল। এর বিকল্প হিসেবে দ্রুত স্থাপনযোগ্য এবং প্রয়োজনে সরিয়ে নেওয়া যায় এমন ‘মনোরেল’ ব্যবস্থা চালুর চিন্তা করছেন তিনি। এ ছাড়া ঢাকাকেন্দ্রিক চাপ কমাতে আশপাশের জেলাগুলোর সাথে রেল যোগাযোগ উন্নয়ন ও স্যাটেলাইট টাউন গড়ার ওপর জোর দেন তিনি।
শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন
পড়াশোনাকে আনন্দময় করার ওপর জোর দিয়ে তিনি জানান:
ভূগোলের মতো বিষয়ে ১০০ নম্বরের বদলে ৭০ নম্বর লিখিত এবং ৩০ নম্বর খেলাধুলার জন্য বরাদ্দ থাকবে।
শিক্ষার্থীদের আগ্রহের খেলায় অংশগ্রহণের মাধ্যমেই পাস করার সুযোগ থাকবে।
পশুপাখির প্রতি মানবিকতা শেখাতে পাঠ্যক্রমে বিশেষ বিষয় যুক্ত করা হবে।
জাইমা রহমানের পরামর্শ ও সাইবার নিরাপত্তা
আলোচনায় জাইমা রহমান সাইবার বুলিং ও অনলাইন হয়রানি বন্ধে ডিজিটাল এডুকেশনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি পরামর্শ দেন যে, ফেসবুকসহ বড় বড় অনলাইন প্ল্যাটফর্মগুলোর স্থানীয় কার্যালয় বাংলাদেশে নিয়ে আসতে হবে যাতে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া সম্ভব হয়।
ফ্যামিলি কার্ড ও সামাজিক সুরক্ষা
তারেক রহমান তাঁর পরিকল্পনায় ‘ফ্যামিলি কার্ড’ বা পরিবার কার্ডের কথা উল্লেখ করেন। এটি স্বামীহারা নারী বা সিঙ্গেল মাদারদের জন্য এক বিশেষ সুরক্ষা ব্যবস্থা হবে। বর্তমানে চালু থাকা ১৩৮টি সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে সমন্বিত করে এই কার্ডের মাধ্যমে সেবা সবার কাছে পৌঁছে দেওয়া হবে।
প্রেক্ষাপট: ‘আই হ্যাভ আ প্ল্যান’
দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে গত ২৫ ডিসেম্বর দেশে ফিরে তারেক রহমান বলেছিলেন, ‘আই হ্যাভ আ প্ল্যান’। আজকের এই আলাপচারিতার মাধ্যমে তিনি মূলত সেই পরিকল্পনারই বিভিন্ন দিক যেমন—খাল খনন, বৃক্ষরোপণ, আইনশৃঙ্খলা এবং শিক্ষা সংস্কারের বিষয়টি তুলে ধরলেন।
এক নজরে আজকের তিনটি প্রধান সংবাদ ইস্যু:
১. ক্রীড়া: নিরাপত্তা ইস্যুতে ২০২৬ বিশ্বকাপ বয়কট করেছে বাংলাদেশ, স্থলাভিষিক্ত হয়েছে স্কটল্যান্ড। ২. কূটনীতি: হর্ষবর্ধন শ্রিংলা বাংলাদেশের বর্তমান সরকারকে ‘অনির্বাচিত’ বলে সমালোচনা করেছেন এবং বিশ্বকাপ বয়কটকে ‘বড় ভুল’ বলেছেন। ৩. রাজনীতি: তারেক রহমান তরুণদের নিয়ে আগামীর বাংলাদেশের ভিশন বা ‘মাস্টার প্ল্যান’ তুলে ধরেছেন।