—ছবি মুক্ত প্রভাত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান বলেছেন, গত ৫৪ বছরে যারা সরকার গঠন করেছে, তাদের কেউই বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে তারা দুর্নীতি ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিলেন না। তারা কেউই দাবি করতে পারবেন না যে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছেন কিংবা জাতিকে একটি মানসম্মত ও বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা উপহার দিয়েছেন। শনিবার বিকেল ৫টায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সরকারি আকবর আলী কলেজ মাঠে আয়োজিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডাঃ শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামীর মন্ত্রিত্বে থাকা দু’জন মন্ত্রীর একজনের বিরুদ্ধেও কেউ কোনো দুর্নীতির প্রমাণ দিতে পারেনি। সিরাজগঞ্জের ছয়টি আসনের মধ্যে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে ১০ দলীয় জোটের পক্ষ থেকে যাকে প্রার্থী করা হয়েছে, তিনি নিজেও একজন মজলুম নেতা এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শীর্ষ পর্যায়ের নেতা। জনগণের সমর্থন ও ভালোবাসায় জামায়াত সরকার গঠন করতে পারলে রফিকুল ইসলাম খান অবশ্যই দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন এবং মন্ত্রীত্ব পাবেন।
তিনি আরোও বলেন, উল্লাপাড়াসহ সারাদেশে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা কোথাও চাঁদাবাজি, জমি দখল, স্ট্যান্ড দখল, মামলা বাণিজ্য কিংবা কারও সম্মানহানির মতো কর্মকাণ্ডে জড়িত নয়। এই জামায়াতকেই ধ্বংস করার জন্য কী না করা হয়েছে। নির্বাচন কমিশনের মাধ্যমে দলের নিবন্ধন বাতিল করা হয়েছে, প্রতীক কেড়ে নেওয়া হয়েছে, কার্যালয়ে তালা দেওয়া হয়েছে এবং নেতৃবৃন্দের ঘরবাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। অথচ অন্য কোনো দলের সঙ্গে এমন আচরণ করা হয়নি। দুর্ভাগ্যজনকভাবে যাদের সঙ্গে এসব করা হয়নি, তারাই এখন চাঁদাবাজি ও মামলা বাণিজ্যে জড়িয়ে পড়েছে। জামায়াতে ইসলামী সব জায়গায় এসব অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে।
যুব সমাজের উদ্দেশে ডাঃ শফিকুর রহমান বলেন, আমরা যুবকদের বেকার ভাতা দিয়ে অপমানিত করতে চাই না। আমরা যুবকদের জন্য উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করব। যুবকদের হাত হবে দেশ গড়ার হাতিয়ার।
নির্বাচনী পথসভায় উল্লাপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক শাহজাহান আলীর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের ১০ দল মনোনীত এমপি প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান ও বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রশিবিরের সেক্রেটারি সিবগাতুল্লাহ সিগবা, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক ইঞ্জিনিয়ার মোশারফ আদনানসহ জেলা ও স্থানীয় নেতা কর্মী।