—ছবি মুক্ত প্রভাত
সাতক্ষীরা-২ আসনের দেবহাটা উপজেলার নওয়াপাড়া এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’ ছিঁড়ে ও ভেঙে ফেলার অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার হাদিপুর হাটখোলা ও এর আশপাশের এলাকায় এ ঘটনা ঘটে।
নেতাকর্মীদের অভিযোগ
নওয়াপাড়া ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা হাবিবুল্লাহ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “জামায়াতের জনপ্রিয়তা দেখে ঈর্ষান্বিত হয়ে গভীর রাতে কে বা কারা এই ন্যাক্কারজনক কাজ করেছে। আমাদের সাংগঠনিক টিম দোষীদের শনাক্ত করতে কাজ করছে। অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনতে হবে, অন্যথায় পরিস্থিতি উত্তপ্ত হলে তার দায়ভার আমাদের থাকবে না।”
একই সুর মেলালেন দেবহাটা উপজেলা জামায়াতের সেক্রেটারি এইচএম এমদাদুল হক। তিনি বলেন, “প্রশাসন এখনই কঠোর না হলে দুর্বৃত্তরা আরও সক্রিয় হয়ে উঠবে এবং নির্বাচনী পরিবেশ নষ্ট করার চেষ্টা করবে। আমরা সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।”
প্রশাসনের বক্তব্য
এ বিষয়ে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, “বিষয়টি আমরা মৌখিকভাবে অবগত হয়েছি, তবে এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সাথেও কথা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আমরা দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।”
বর্তমান পরিস্থিতি
নির্বাচনী প্রচারণা চলাকালে প্রতীক ভাঙচুরের এই ঘটনায় স্থানীয় জামায়াত নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন সজাগ দৃষ্টি রাখছে বলে জানা গেছে।