—ছবি মুক্ত প্রভাত
সাতক্ষীরার শ্যামনগরে সরস্বতী পূজায় উচ্চস্বরে গান বাজানো নিয়ে বিরোধের জেরে তৈরি হওয়া উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)।
শুক্রবার (২৩ জানুয়ারি) উপজেলার রামচন্দ্রপুর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত যুবকের বাড়ি থেকে একটি দেশীয় চাপাতি উদ্ধার করেছে।
ঘটনার সূত্রপাত স্থানীয় সূত্রে জানা গেছে, রামচন্দ্রপুর এলাকায় সরস্বতী পূজার মণ্ডপে গান বাজানো নিয়ে স্থানীয় যুবক আরিফ ইসলাম ওরফে গুলির সাথে পূজা কমিটির সহ-সভাপতি সুজন জোয়ারদারের কথা কাটাকাটি হয়। আরিফ ইসলাম মাইকের শব্দ কমাতে বললে এই বিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে আরিফ বাড়ি থেকে দেশীয় অস্ত্র (দা) নিয়ে হামলার চেষ্টা করলে স্থানীয়দের ধাওয়ায় সে পালিয়ে যায়।
বিজিবি ও পুলিশের তৎপরতা ঘটনাটি জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবি-র অধীনস্থ দুরমুজখালি বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার মো. আব্দুল লতিফ ও একটি বিজিবি টহল দল ঘটনাস্থলে পৌঁছায়। তাদের উপস্থিতিতে নূরনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম আলমগীরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা পরিস্থিতি শান্ত করেন। বিজিবির নিরাপত্তায় পুনরায় পূজার কার্যক্রম শুরু হয়।
পরবর্তীতে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত আরিফ ইসলামের বাড়িতে অভিযান চালায় এবং একটি দেশীয় চাপাতি উদ্ধার করে।
কর্তৃপক্ষের বক্তব্য শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল ইসলাম বাদল বলেন, “পূজায় গান বাজানো নিয়ে বিশৃঙ্খলার খবর পাওয়া মাত্রই সেখানে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তের বাড়ি থেকে একটি চাপাতি উদ্ধার করা হয়েছে এবং তাকে আটকের চেষ্টা চলছে। তাকে গ্রেফতার করা গেলে ঘটনার প্রকৃত উদ্দেশ্য জানা সম্ভব হবে।”
বর্তমানে এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিজিবি টহল দল এবং শ্যামনগর থানার পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।
সংবাদদাতা