—ছবি মুক্ত প্রভাত
বিএনপির প্রয়াত শীর্ষ নেতাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে নাটোর-৩ (সিংড়া) আসনে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদ।
আজ শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে সিংড়া উপজেলার দমদমা ও রাখালগাছা কবরস্থানে জিয়ারতের মাধ্যমে তিনি তার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন।
বিকেল ৩টায় ‘ঘোড়া’ প্রতীকের এই স্বতন্ত্র প্রার্থী সিংড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মরহুম আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মরহুম মজিবুর রহমান মন্টু এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মরহুম শামীম আল রাজির কবর জিয়ারত করেন। এ সময় প্রয়াত নেতাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
কবর জিয়ারত শেষে দাউদার মাহমুদ তাজপুর ইউনিয়নের বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে নির্বাচনী গণসংযোগ করেন। এ সময় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে ঘোড়া প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান।
প্রয়াত জনপ্রিয় বিএনপি নেতাদের কবর জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু করায় স্থানীয় রাজনৈতিক মহলে দাউদার মাহমুদের এই কৌশল বেশ আলো