—ছবি মুক্ত প্রভাত
নোয়াখালীর কবিরহাটে গণপিটুনিতে নিহত মিজানুর রহমান রনি (৩৫) হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের ওপর ‘মিথ্যা ও হয়রানিমূলক’ মামলা দেওয়ার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে এলাকা।
আজ শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের কালিরহাট বাজারে এই প্রতিবাদে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে এলাকাবাসী।
জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ
কালিরহাট বাজারে আয়োজিত এই মানববন্ধনে ওই এলাকার প্রায় ৯ শতাধিক নারী-পুরুষ অংশ নেন। এ সময় তারা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
বক্তাদের অভিযোগ
মানববন্ধনে বক্তব্য রাখেন কালিরহাট বাজার পরিচালনা কমিটির সভাপতি জাকির হোসেন, শ্রীশ্রী দক্ষিণশ্বরী কালী মন্দিরের কোষাধ্যক্ষ বাবু গৌরাঙ্গ গোস্বামী এবং আলাবক্স জামে মসজিদের পেশ ইমাম আব্দুল কাদের সাকের প্রমুখ।
বক্তারা বলেন: নিহতের অপরাধ চিত্র: নিহত মিজানুর রহমান রনি ডাকাতিসহ অন্তত ৬টি মামলার আসামি ছিলেন। গণপিটুনিতে তার মৃত্যু হলেও এখন রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য স্থানীয় বিএনপির নিরীহ নেতাকর্মীদের আসামি করা হয়েছে।
নিরপেক্ষ তদন্তের দাবি: তারা অভিযোগ করেন যে, কোনো ঘটনার সত্যতা যাচাই না করেই ঢালাওভাবে মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।
সমন্বিত প্রতিবাদ
কর্মসূচিতে হিন্দু-মুসলিম নির্বিশেষে সর্বস্তরের মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। মন্দির ও মসজিদের প্রতিনিধিদের উপস্থিতিতে বক্তারা সাফ জানিয়ে দেন, অবিলম্বে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করতে হবে এবং নিরপরাধ ব্যক্তিদের এই মামলা থেকে অব্যাহতি দিতে হবে। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা হুঁশিয়ারি দেন।