—ছবি মুক্ত প্রভাত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে জাতীয় পার্টির আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে।
আজ শুক্রবার (২৩ জানুয়ারি) বাদ জুমা নিজ গ্রামে দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রচারণার শুভ সূচনা করেন নাটোর জেলা জাতীয় পার্টির সভাপতি ও লাঙ্গল প্রতীকের প্রার্থী এম ইউসুফ আহমেদ।
গণসংযোগ ও মতবিনিময়
বড়াইগ্রাম উপজেলার কায়েমকোলা গ্রামে নিজ বাসভবন সংলগ্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এম ইউসুফ আহমেদ। এ সময় তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং লাঙ্গল প্রতীকে ভোট প্রার্থনা করেন। মতবিনিময় শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বক্তব্যে যা বললেন প্রার্থী
মতবিনিময়কালে এম ইউসুফ আহমেদ বলেন, “জাতীয় পার্টি সবসময় জনগণের অধিকার ও উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। আমরা সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করছি। নির্বাচিত হলে এই এলাকার উন্নয়নে লাঙ্গল প্রতীক অগ্রণী ভূমিকা রাখবে।”
উপস্থিত নেতৃবৃন্দ
প্রচারণা শুরুর এই আয়োজনে স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। উপস্থিত ছিলেন:
খালিদ হাসান অনিক, সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় জাতীয় পার্টি।
রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক, নাটোর জেলা জাতীয় পার্টি।
রাশিদুল ইসলাম, আহ্বায়ক, গুরুদাসপুর উপজেলা জাতীয় পার্টি।
এছাড়াও মাঝগাঁও, জোয়াড়ী ও বড়াইগ্রাম ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরবর্তী কর্মসূচি
দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন, আজ থেকে শুরু হওয়া এই প্রচারণা পর্যায়ক্রমে বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলার প্রতিটি ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে ছড়িয়ে দেওয়া হবে। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে লাঙ্গলের বার্তা পৌঁছে দিতে নিয়মিত গণসংযোগ ও পথসভার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।