—ছবি মুক্ত প্রভাত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে তথাকথিত ‘বেহেস্তের টিকিট’ বিক্রি করার কঠোর সমালোচনা করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
তিনি একে ‘শিরক ও গুরুতর গুনাহ’ হিসেবে অভিহিত করে ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর খলিলপুর ইউনিয়নের আইনপুর মাঠে জেলা বিএনপি আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভোট ও ষড়যন্ত্র নিয়ে হুঁশিয়ারি
তারেক রহমান অভিযোগ করেন যে, একটি রাজনৈতিক দল (স্বাধীনতা যুদ্ধের বিরোধিতাকারী) আসন্ন নির্বাচনে ভোট কারচুপির লক্ষ্যে ব্যালট পেপার নিয়ে নানা ধরনের ষড়যন্ত্রমূলক 'মেকানিজম' তৈরি করছে। তিনি বলেন, “১৯৭১ সালে যে দল স্বাধীনতার বিরোধিতা করে মানুষ হত্যা করেছিল, তারাই এখন ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছে। যারা মানুষকে বেহেস্তের টিকিট দেওয়ার কথা বলছে, তারা মূলত মানুষের ইমান নিয়ে খেলা করছে।”
উন্নয়ন ও জনকল্যাণের প্রতিশ্রুতি
জনসভায় তারেক রহমান বিএনপি ক্ষমতায় এলে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা দেন:
ফ্যামিলি কার্ড: কৃষক, চা-শ্রমিক এবং নিম্ন আয়ের মানুষের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে।
কর্মসংস্থান: সমাজের সব শ্রেণি-পেশার মানুষের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং বেকারত্বের অভিশাপ দূর করার প্রতিশ্রুতি দেন তিনি।
আশার দুয়ার: তিনি আশ্বস্ত করেন যে, ধানের শীষের সরকার হবে জনগণের সরকার এবং এটি সাধারণ মানুষের জীবনের নতুন আশার সঞ্চার করবে।
দীর্ঘ ২২ বছর পর মৌলভীবাজারে
উল্লেখ্য, দীর্ঘ ২২ বছর পর মৌলভীবাজারের মাটিতে জনসভায় ভাষণ দিলেন তারেক রহমান। এর আগে ২০০৪ সালে বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে তিনি এক বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে এই জেলায় এসেছিলেন। দীর্ঘদিন পর প্রিয় নেতার সরাসরি বক্তব্য শুনতে সকাল থেকেই মৌলভীবাজারের সাতটি উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে জনসভাস্থলে ভিড় জমান।
নেতৃবৃন্দের উপস্থিতি
মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে জনসভায় জেলার চারটি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীরা বক্তব্য রাখেন। তাঁরা হলেন— ১. নাসির উদ্দীন আহমেদ মিঠু (মৌলভীবাজার-১) ২. শওকতুল ইসলাম শকু (মৌলভীবাজার-২) ৩. এম নাসের রহমান (মৌলভীবাজার-৩) ৪. মুজিবুর রহমান চৌধুরী (মৌলভীবাজার-৪)
এছাড়া হবিগঞ্জ সদর আসনের প্রার্থী জিকে গৌছসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ সভায় বক্তব্য প্রদান করেন। জনসভাকে কেন্দ্র করে পুরো আইনপুর মাঠ ও আশপাশের এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।