—ছবি সংগৃহিত
দিনাজপুর ও ঠাকুরগাঁও বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকার গঠনের সুযোগ পেলে দিনাজপুর শহরকে সিটি করপোরেশনে রূপান্তর করা হবে বলে ঘোষণা দিয়েছেন দলের আমির ডা. শফিকুর রহমান।
আজ শুক্রবার বিকেলে দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ ময়দানে ১০ দলীয় ঐক্যজোটের এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন।
দিনাজপুর নিয়ে বিশেষ পরিকল্পনা
দিনাজপুরকে দেশের ‘শস্য ভাণ্ডার’ উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, “পাকিস্তান আমলের ১৯টি বড় জেলার মধ্যে দিনাজপুর ছিল অন্যতম গুরুত্বপূর্ণ। অথচ আজ পর্যন্ত একে সিটি করপোরেশন করা হয়নি। আমরা আপনাদের আশ্বস্ত করছি, জামায়াত দেশ সেবার সুযোগ পেলে দিনাজপুরকে সিটি করপোরেশনে রূপান্তর করবে।”
তিনি দিনাজপুরের খনিজ সম্পদ ও কৃষি নিয়ে বলেন:
গ্যাস ও কয়লা: দিনাজপুরে কয়লার পাশাপাশি গ্যাসের উৎস থাকার সম্ভাবনা রয়েছে। বৈজ্ঞানিক জরিপের মাধ্যমে এই সম্পদ উত্তোলন করে এলাকার উন্নয়ন করা হবে।
কৃষি শিল্প: উত্তরবঙ্গ হবে কৃষি শিল্পের রাজধানী। আম ও লিচুর ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি এবং আধুনিক সংরক্ষণাগার গড়ে তোলা হবে যাতে কৃষকরা ফসলের ন্যায্য মূল্য পান।
জনকল্যাণ ও স্বাস্থ্যসেবা
জামায়াত আমির তার বক্তব্যে মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন:
বিনামূল্যে চিকিৎসা: ৫ বছর বয়স পর্যন্ত সব শিশু এবং ৬৫ ঊর্ধ্ব নাগরিকদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।
শিক্ষা ও স্বাস্থ্য: প্রতিটি জেলায় একটি করে সরকারি মেডিকেল কলেজ এবং মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হবে।
নাগরিক অধিকার: জন্মগতভাবেই একটি শিশু বাঁচার, সুস্বাস্থ্যের এবং শিক্ষার অধিকার পাবে যাতে সে ভবিষ্যতে সন্ত্রাসী বা মাদকসেবী না হয়।
ঠাকুরগাঁওয়ে জনসভা: ‘উত্তরবঙ্গকে পিছিয়ে রাখা হয়েছে’
এর আগে দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় ডা. শফিকুর রহমান বলেন, উত্তরবঙ্গকে দীর্ঘদিন ধরে ‘সৎ মায়ের সন্তানের মতো’ অবহেলা করা হয়েছে। তিনি প্রতিশ্রুতি দেন, বন্ধ থাকা চিনিকলগুলো পুনরায় চালু করে শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এবং ঠাকুরগাঁওয়ে একটি মেডিকেল কলেজ স্থাপন করা হবে।
সুষ্ঠু নির্বাচনের আহ্বান
নির্বাচনী পরিবেশ নিয়ে রাজনৈতিক দল ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “কেউ নির্বাচনে সন্ত্রাস করবেন না। ভোট জালিয়াতি বা ইঞ্জিনিয়ারিংয়ের চিন্তা করবেন না। প্রশাসনকে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করতে হবে।” তিনি আরও বলেন, দেশ ও জনগণকে বিপদে ফেলে জামায়াত কখনো পালিয়ে যায়নি এবং ভবিষ্যতেও যাবে না।
জনসভায় তিনি দিনাজপুরের ৬টি আসনে ১০ দলীয় ঐক্যজোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং আসন্ন নির্বাচনে জোটের পক্ষে জনমত গঠনের আহ্বান জানান।