—ছবি মুক্ত প্রভাত
রাজশাহী রাজশাহীর চারঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের পণ্য তৈরি ও ভেজাল গুড় উৎপাদনের দায়ে দুটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে বিএসটিআই।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালত অভিযানে দুই মণ (৮০ কেজি) ভেজাল গুড় এবং বেকারি তৈরির নিষিদ্ধ কেমিক্যাল জব্দ করা হয়।
অভিযানের বিস্তারিত
বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে চারঘাট উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
বেকারিতে অভিযান: উপজেলার রায়পুর এলাকায় অবস্থিত ‘মেসার্স মায়ের দোয়া বেকারী’-কে বিএসটিআই’র মানসনদ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদনের দায়ে ১০,০০০ টাকা জরিমানা করা হয়। এসময় প্রতিষ্ঠানটি থেকে নিষিদ্ধ রং ও কেমিক্যাল জব্দ করা হয়।
ভেজাল গুড় ধ্বংস: পিরোজপুর এলাকায় অবস্থিত ‘রাসেল গুড় ফ্যাক্টরী’-তে অভিযান চালিয়ে দেখা যায়, সেখানে চিনি, ডালডা, চুন ও নন-ফুডগ্রেড রং মিশিয়ে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে গুড় তৈরি হচ্ছে। এই অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয় এবং প্রায় দুই মণ (৮০ কেজি) ভেজাল গুড় জব্দ করে ধ্বংস করা হয়।
নেতৃত্ব ও জনস্বার্থ
অভিযানটি পরিচালনা করেন চারঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাহাতুল করিম মিজান। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই’র সার্টিফিকেশন মার্কস উইং-এর কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। অভিযানে চারঘাট থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।
বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে ভেজাল খাদ্য প্রতিরোধ এবং মানসম্পন্ন পণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।