—ছবি মুক্ত প্রভাত
সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নওগাঁ-৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক ডেপুটি স্পিকারের ছেলে পারভেজ আরেফিন সিদ্দিকী জনিকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আদেশ জারি করা হয়।
বহিষ্কারের কারণ ও পটভূমি
বহিষ্কৃত পারভেজ আরেফিন সিদ্দিকী জনি মহাদেবপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য এবং সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকীর ছেলে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নওগাঁ-৩ আসন থেকে ‘কলস’ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দলীয় সূত্রে জানা গেছে, এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী থাকা সত্ত্বেও দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় তাঁর বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিএনপির গঠনতন্ত্রের ৫ (গ) ধারা অনুযায়ী তাঁর প্রাথমিক সদস্য পদসহ সকল পদ বাতিল করা হয়েছে।
সদ্য বহিষ্কৃত নেতার প্রতিক্রিয়া
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে পারভেজ আরেফিন সিদ্দিকী জনি জানান, তিনি আনুষ্ঠানিকভাবে এখনো চিঠির বিষয়ে জানেন না। তবে তিনি বিষয়টিকে স্বাভাবিক মনে করছেন। তিনি বলেন, “যেহেতু আমি ধানের শীষের বিপক্ষে নির্বাচন করছি, তাই আইন অনুযায়ী তারা বহিষ্কার করতেই পারে। এটি একটি চলমান প্রক্রিয়া। তবে নির্বাচনে প্রার্থী হওয়া এবং প্রতিদ্বন্দ্বিতা করা আমার গণতান্ত্রিক অধিকার।”
নির্বাচনে প্রভাব পড়ার বিষয়ে তিনি আরও বলেন, “জনগণের চাপে এবং তাদের সমর্থন নিয়েই আমি নির্বাচনে দাঁড়িয়েছি। চূড়ান্ত সিদ্ধান্ত জনগণই নেবে।”